organic2022.com https://www.organic2022.com/2022/07/v17.html

কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন? (V17 ক্রিপ্টন)

আপনি কি জানেন কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন? (V17 ক্রিপ্টন) কোডি হলো ওপেনসোর্স এবং ফ্রী একটি মিডিয়া প্লেয়ার যা ম্যাক, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স, আইওএস, অ্যাপল টিভি, টিভিওএস এবং ফ্রিবিএসডি সহ সমস্ত প্রধান প্লাটফর্মে ব্যবহারের উপযুক্ত। এটি স্থানীয় মিডিয়া ফাইলগুলো ব্যবহারের জন্য খুবই উপযুক্ত। তবে আপনি হয়তো এটির উপরিভাগের বিষয়বস্তু দেখেছেন। কিন্তু অ্যাডঅন ব্যবহারের মাধ্যমে আরো অনেক বিষয়বস্তু উপভোগ করতে পারবেন।
তাই আপনি যদি কোডির কার্যকরীতা বাড়ানোর জন্য অ্যাডঅন যোগ করতে চান। কিন্তু কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন জানেন না। তাই আপনাদের সুবিধার্থে, আজকে আমরা আলোচনা করব কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন? (V17 ক্রিপ্টন) তাহলে চলুন দেখে নেই কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন? (V17 ক্রিপ্টন)

পোস্ট সূচিপত্র: কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন? (V17 ক্রিপ্টন)

অফিশিয়াল কোডি সংগ্রহস্থল: কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন? (V17 ক্রিপ্টন)

দ্রষ্টব্য: আজকের আলোচনাটি শুধুমাত্র ডেক্সটপ উইন্ডোজের কোডি v17 ক্রিপ্টন এর ক্ষেত্রে প্রযোজ্য। 

কোডি প্রথমবার ব্যবহার করা একজন ব্যক্তির কাছে কঠিন বলে মনে হতে পারে। কারণ এটি এক্সপার্টদের জন্য অফার করা হয়। প্রথমে আপনি অফিসিয়াল সাইট থেকে কোডি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর কোডি অ্যাডঅন সংগ্রহস্থল থেকে খুব সহজে ইন্সটল করতে পারবেন। অফিশিয়াল কোডি অ্যাডঅন সংগ্রহস্থল থেকে কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন জানতে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন। 
  • প্রধান মেনু থেকে অ্যাডঅন অপশনের উপর কারসর্টি ঘুরান। তাহলে স্বয়ংক্রিয়ভাবে এটি হাইলাইট হবে এবং নিচে ছবির মাধ্যমে কিছু অ্যাডঅন উপলব্ধ হবে। 
  • এখন আপনার মাউসটিকে সংগ্রহ থেকে ইনস্টল অপশন এ নিয়ে যান এবং ক্লিক করুন। 
  • এখন স্ক্রিনে অনেকগুলো অপশন দেখতে পাবেন যেমন: অডিও, ভিডিও, সঙ্গীত এবং আবহাওয়া আরো অনেক ধরনের অ্যাডঅন দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দের একটি বেছে নিন। ধরুন, আপনি এখান থেকে ভিডিও অ্যাডঅন যোগ করতে চান।
  • তারপর কম্পিউটারের স্ক্রল বাটন দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করে আপনার পছন্দের চ্যানেল খুঁজে নিন। যতক্ষণ না পর্যন্ত খুঁজে পেয়েছেন ততক্ষণ পর্যন্ত স্ক্রল করুন। এখন হয়তো আপনি সিলেক্ট করতে পেরেছেন আপনার পছন্দের চ্যানেল।
  • তারপর পছন্দের চ্যানেলটিতে ক্লিক করুন। এটি ওপেন হয়ে যাবে। 
  • এখন ইনস্টল অপশনে ক্লিক করার মাধ্যমে অ্যাডঅনটি আপনার কোডিতে ইন্সটল হয়ে যাবে। এভাবেই আপনি যেকোনো পছন্দের অ্যাডঅন ইন্সটল করতে পারবেন কোডিতে। 
অফিশিয়াল কোডি সংগ্রহস্থল থেকে অ্যাডঅন ইনস্টল করা সহজ। তবে আপনার প্রয়োজনীয় সকল অ্যাড অন অফিশিয়াল সংগ্রহস্থল থেকে পাওয়া সম্ভব নয়। কারণ, কোডি বা XBMC ফাউন্ডেশন দ্বারা অনুমোদন নয় এজন্য।  এগুলো ডাউনলোড বা ইন্সটল করতে ওনাকে তৃতীয় পক্ষের সহায়তা নিতে হবে। নতুবা আপনি অনলাইনে জিপ ফাইলের মাধ্যমে ইন্সটল করতে পারবেন। 

তৃতীয় পক্ষের রেপো: কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন? (V17 ক্রিপ্টন)

তৃতীয় পক্ষের রেপো থেকে অ্যাডঅন ইনস্টল করা প্রথম পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা নয়। তবে তৃতীয় পক্ষের রেপো থেকে অ্যাডঅন ইনস্টল করতে প্রথমে তৃতীয় পক্ষের সংগ্রহস্থল ইন্সটল করতে হবে। তারপর আপনার সেটিং এর সামান্য পরিবর্তনের মাধ্যমে অ্যাডঅন যোগ করতে পারবেন। এজন্য আপনি নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন।

ধাপ-1: অজানা উৎস থেকে ইনস্টল করতে সিস্টেম সেটিংস পরিবর্তন করুন

  • সর্বপ্রথম প্রধান মেনু খুলুন। তারপর বাম প্যানেলের গিয়ার অপশনে থেকে সেটিংস নির্বাচন করুন।
  • পরবর্তী পৃষ্ঠা থেকে সিস্টেম সেটিংস এ ক্লিক করুন।
  • এখন বামদিকের প্যানেল থেকে অ্যাডঅন অপশনটি হাইলাইট করুন। তবে তার আগে অজানা উৎস টগলটি সক্ষম আসে নিশ্চিত করুন। এটি ডিফল্ট রূপে বন্ধ থাকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তবে তৃতীয় পক্ষের সংগ্রহস্থল থেকে অ্যাডঅন ইনস্টল করতে এটি চালু করতে হবে।

ধাপ-2: জিপ ফাইল থেকে তৃতীয় পক্ষের অ্যাড অন ইনস্টল করুন

তৃতীয় পক্ষের রেপো থেকে অ্যাডঅন ইন্সটল করতে আপনাকে তৃতীয় পক্ষের সংগ্রহস্থল ইনস্টল করতে হবে। যেখানে আপনি অনেকগুলো অ্যাডঅন পেয়ে যাবেন। নতুবা আপনাকে পৃথক পৃথক অ্যাডঅন ইনস্টল করতে পারে। এখানে আমরা সুপাররেপো নামে একটি তৃতীয় পক্ষের সংগ্রহস্থল ইনস্টল করব। যেটিতে রয়েছে 2000 এর ওপরে অ্যাডঅন। তৃতীয় পক্ষের রেপো থেকে অ্যাডঅন ইনস্টল করতে আপনাকে কিছু আইনগত বাধার মুখোমুখি হতে হবে। তাই আগেই নিশ্চিত করুন ভিপিএন সংযোগের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রেখেছন।
  • সুপাররেপো অ্যাডঅন সংগ্রহস্থল ডাউনলোড করতে প্রথমে মেইন মেনু তে যান। তারপর সেটিংস এ যান। তার পরবর্তী পৃষ্ঠায় সিস্টেম সেটিংস এর পরিবর্তে ফাইল ম্যানেজার এ ক্লিক করুন।
  • পরবর্তী পৃষ্ঠা থেকে উৎস যোগ করুন এই অপশনে ডাবল ক্লিক করুন।
  • পপআপ উইন্ডোতে "<None>" এ ডাবল ক্লিক করুন।
  • এখন আপনাকে যে তৃতীয় পক্ষের রেপো ইন্সটল করতে যাচ্ছেন সেটির সঠিক পাথ লিখতে হবে। আমরা যেহেতু সুপাররেপো ইন্সটল করব। সুতরাং এটি পাথ লিখব। যা হলো http://srp.nu. আপনি চাইলে এখান থেকে কপি পেস্ট করতে পারবেন। তারপর ওকেতে ক্লিক করুন।
  • এখন আপনাকে একটি নাম রাখতে হবে যাতে আপনি রেপো ব্যবহার শুরু করতে পারেন। ওকে অপশনে ক্লিক করার আগে সুপাররেপো নির্বাচন করে নিলাম। 
এখন আপনার ডিভাইসে তৃতীয় পক্ষের সংগ্রহস্থল ইনস্টল আছে। এখন আপনি এগুলো থেকে অ্যাডঅন ইনস্টল করতে পারবেন। ঠিক আছে পদ্ধতির মাধ্যমে আপনি যেকোন তৃতীয় পক্ষের সংগ্রহস্থল ইন্সটল করতে পারবেন। 

তবে তৃতীয় পক্ষের সংগ্রহস্থল ইনস্টল করা এবং অ্যাডঅন যুক্ত করা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। এখন আপনাকে কিভাবে অ্যাডঅন যুক্ত করবেন তা জানতে হবে। এগুলো আপনাকে জিপ ফাইলের মাধ্যমে নেভিগেট করতে হবে।
  • সুপাররেপো থেকে অ্যাডঅন ইনস্টল করতে প্রধান মেনুতে যান। তারপর বাম প্যানেল এর অ্যাডঅন গুলিতে ক্লিক করুন। তারপর এখান থেকে অ্যাডঅন আইকন এ ক্লিক করুন।
  • জিপ ফাইল থেকে ইন্সটল করুন এই অপশনে ডাবল ক্লিক করুন।
  • এখন পপ-আপ থেকে সুপাররেপো নির্বাচন করুন। অর্থাৎ আপনি যে তৃতীয় পক্ষের সংগ্রহস্থল ইন্সটল করেছেন সেটি সিলেক্ট করুন।
  • আপনি কোডি এর যে সংস্করণ ব্যবহার করছেন সেটি সিলেক্ট করুন। আমাদের নির্দেশিকাটি যেহেতু v17 ক্রিপ্টন এর জন্য তাই আমি এটি সিলেক্ট করলাম।
  • পরবর্তী পৃষ্ঠা থেকে অল অপশনে ক্লিক করুন। এখন আপনি জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন।
  • এখন আমার ছুটো জিপ ফাইল ডাউনলোড সম্পন্ন। যাতে রয়েছে হাজার হাজার অ্যাডঅন।
ঠিক একই পদ্ধতিতে আপনি জিপ ফাইলের মাধ্যমে তৃতীয় পক্ষ থেকে রেপো থেকে অ্যাডঅন ইনস্টল করতে পারবেন।

শেষ কথা: কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন? (V17 ক্রিপ্টন)

আমাদের আজকের পোস্ট কিভাবে কোডি অ্যাডনস ইনস্টল করবেন? (V17 ক্রিপ্টন) পড়ে নিশ্চয়ই আপনি উপকৃত হয়েছেন। অ্যাড অন ইনস্টল করার মাধ্যমে আপনি কোডিকে আরও স্মার্ট করে তুলতে পারবেন। আশা করছি আজকের পুরো পোস্টটি করার পর আপনি অ্যাডঅন ইন্সটল করতে পারবেন। আপনি যদি অ্যাডঅন ইনস্টল করার অন্য কোন উপায় জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া