organic2022.com
https://www.organic2022.com/2022/07/blog-post_82.html
শিশুর নাক বন্ধ হলে করণীয় কি?
আপনি কি জানেন শিশুর নাক বন্ধ হলে করণীয় কি বা কি করবেন? ঠান্ডা, শুষ্ক আবহাওয়া বা এলার্জির কারণে শিশুর নাক বন্ধ হয়ে যায়। এসময় শিশুদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়। যার জন্য তারা অস্বস্তি বোধ করে এবং কান্নাকাটি করে। শিশুর নাক বন্ধে করণীয় আছে যেগুলোর মাধ্যমে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসে যায়।
তাই আপনাদের সুবিধার্থে আজকে আমরা আলোচনা করব ছোট শিশুর নাক বন্ধ হলে করণীয় নিয়ে। আরো আলোচনা করব, শিশুর নাক বন্ধে করণীয় ঘরোয়া উপায় নিয়ে। যেগুলো আপনাকে সহায়তা করবে শিশু নাক বন্ধ দূর করতে। তাহলে চলুন দেখা নেই ছোট শিশুর নাক বন্ধ হলে করণীয় কি?
পোস্ট সূচিপত্র: শিশুর নাক বন্ধ হলে করণীয়
- নবজাতক থেকে চার বছরের ঠান্ডায় শিশুর নাক বন্ধ হলে করণীয়
- ডাক্তারের শরণাপন্ন: ঠান্ডায় শিশুর নাক বন্ধ হলে করণীয়।
- ঘরোয়া উপায়: শিশুর নাক বন্ধ হলে করণীয়
- শেষ কথা: শিশুর নাক বন্ধ হলে করণীয়
নবজাতক থেকে চার বছরের ঠান্ডায় শিশুর নাক বন্ধ হলে করণীয়
যদি আপনার শিশুর বয়স চার বছরের নিচে হয় এবং নাক বন্ধ হয়ে যায়। অস্বস্তি বোধ করে এবং শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। তাহলে ছোট শিশুর নাক বন্ধ হলে করণীয় নিম্নরূপ:
- স্যালাইন ড্রপ: বিশেষজ্ঞদের মতে, নবজাতক বা অল্প বয়সী শিশুদের জন্য একমাত্র নিরাপদ নাশাল ড্রপ হচ্ছে স্যালাইন ড্রপ। এটি স্বল্পমূল্যে মার্কেটে কিনতে পাওয়া যায়। অথবা আপনি চাইলে বাড়িতে তৈরি করতে পারবেন। আধা কাপ পানিতে এক চা চামচের চারভাগের এক ভাগ লবণ মিশিয়ে স্যালাইন ড্রপ তৈরি করতে পারেন। আপনার বাচ্চাকে শুইয়ে প্রতিনাকে দুই থেকে তিন ফোটা স্যালাইন ড্রপ দিতে পারেন। তারপর নাক দিয়ে যদি স্যালাইন ড্রপ বা সর্দি বেরিয়ে আসে তাহলে টিস্যু দিয়ে মুছে ফেলুন। আর যদি বাল্ব সিরিজের ব্যবহার বিধি জানেন তাহলে তা দিয়ে নাক পরিষ্কার করে নিন।
- বাথরুম বাষ্পায়িত করুন: বাথরুম বাষ্পায়িত করতে কিছুক্ষণ হট সাওয়ার চালু রাখুন। বাথরুম বাষ্পায়িত হলে আপনার শিশুকে নিয়ে কিছুক্ষণ বাথরুমে বসে থাকুন। এতে সর্দি পাতলা হয়ে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু শিশুকে কখনোই হট সাওয়ারে গোসল করাবেন না। এতে বাচ্চার ত্বক পুড়ে যেতে পারে।
- হিউমিডিফাইয়ার: শীতের দিনে ঘর গরম রাখতে হিটার চালু করেন। এতে বাতাস শুষ্ক হয়ে নাক বন্ধ হয়ে যাওয়া আরো বাড়িয়ে দিতে পারে। তাই হিউমিডিফায়ার চালু রাখুন তাতে বাতাসে আদ্রতা থাকবে। ফলে নাকের সর্দি হালকা হবে এবং নাক বন্ধ হয়ে যাওয়া কমে যাবে। হিউমিডিফায়ার পরিষ্কার রাখলে ছত্রাক প্রতিরোধ করা সম্ভব হয়।
- পর্যাপ্ত পানি পান করা এবং বিশ্রাম করুন: পর্যাপ্ত পানি পান করানোর মাধ্যমে শিশুদের হাইড্রেট রাখতে হবে। কারণ ডিহাইড্রেশনের ফলে শিশুর নাক বন্ধ হয়ে যাওয়া আরো বেড়ে যেতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করান। আর শিশুর বিশ্রামের দিকে খেয়াল রাখুন। কারন পর্যাপ্ত ঘুম শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। আর এজন্য শিশু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে।
ডাক্তারের শরণাপন্ন: ঠান্ডায় শিশুর নাক বন্ধ হলে করণীয়
শিশুর নাক বন্ধ হলে খুব বেশি দুশ্চিন্তার কিছু নয়। কারণ দুই-তিন দিনের মধ্যে সেরে যেতে পারে। আর যদি বাচ্চার উপসর্গ খুব বেশি দেখা যায়। যেমন: দুধ পানে অনিহা, শ্বাস-প্রশ্বাস নিতে শব্দ করা, অসহনীয় জ্বর ইত্যাদি। শিশুর নাক বন্ধে করণীয় গুলো অনুসরণ করে দেখতে পারেন। যদি 5 থেকে 6 দিনের মধ্যেও শিশুর নাক খুলছে না। তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার এই রোগীর চিকিৎসা দিলে খুব সহজেই কমে যাবে।
ঘরোয়া উপায়: শিশুর নাক বন্ধ হলে করণীয়
শিশুর নাক বন্ধে করণীয় কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে দ্রুত শিশুকে সুস্থ করে তোলা সম্ভব। ঘরোয়া উপায়ে ছোট শিশুর নাক বন্ধ হলে করণীয়:
- মায়ের বুকের দুধ শিশুর নাসারন্ধ্রে ড্রপ আকারে দিয়ে দিতে পারেন। তাতে শিশুর বন্ধ নাক খুলে যেতে পারে।
- আপনি বাড়িতেই একটি নাকের ড্রপ তৈরি করতে পারেন। একটি চা চামচ নিয়ে চার চা চামচ ফুটানো জলে, 1/2 চা চামচ লবণ এবং নির্বিজনকৃত একটি চামচ নিয়ে মিশ্রিত করুন। তারপর ঠান্ডা হয়ে গেলে ড্রপ আকারে শিশুর নাকে দিন।
আরো দেখুন: ৭ দিনে পাতলা চুল ঘন করার ঘরোয়া উপায়।
- শিশুর বন্ধ নাক খোলার জন্য ইউক্যালিপটাস তেল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কয়েক ফোঁটা ইউক্যালিপটা আসতে আপনার শিশুর বিছানা ও বালিশে ছিটিয়ে দিতে পারেন। তবে এই তেল সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়।
- আপনার শিশুর মাথাটি উঁচুতে রাখতে পারেন। এতে অতিরিক্ত মিউকাস বা স্লেশা বাহিরে বেরিয়ে আসবে।
এগুলো কয়েকটি উল্লেখযোগ্য ছোট শিশুর নাক বন্ধে করণীয় ঘরোয়া উপায়। যেগুলোর মাধ্যমে আপনি দুই তিন দিন চেষ্টা করে দেখতে পারেন শিশুর নাক বন্ধ দূর করতে।
শেষ কথা: শিশুর নাক বন্ধ হলে করণীয়
আমাদের আজকের পোস্ট ঠান্ডায় শিশুর নাক বন্ধ হলে করণীয় পড়ে নিশ্চয়ই আপনি উপকৃত হয়েছেন। উপরোক্ত উপায় গুলোর মাধ্যমে শিশুর নাক বন্ধ দ্রুত সারিয়ে নিতে পারবেন। এবং জানতে পেরেছেন কখন আপনার শিশুকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আশা করছি আজকের পোস্টটি পড়ার পর জানতে পেরেছেন ছোট শিশুর নাক বন্ধ হলে করণীয় কি?
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন