organic2022.com https://www.organic2022.com/2022/07/blog-post_79.html

শিশুর পাতলা পায়খানা হলে করণীয়, ঘরোয়া উপায়, হোমিও চিকিৎসা

আপনি কি জানেন শিশুর পাতলা পায়খানা হলে করণীয় কি? এমন শিশু পাওয়া মুশকিল যে পাতলা পায়খানা রোগে আক্রান্ত হয়নি। প্রায় প্রতিটি শিশু ছোট থাকতে এই রোগে আক্রান্ত হয়। আর এই সময় যদি সঠিক সেবা না নেওয়া হয় তাহলে শিশুর মারাত্মক ক্ষতিসাধন হতে পারে। এমনকি শিশুটি মৃত্যুর মুখোমুখি পর্যন্ত হতে পারে। তাই আপনার শিশু যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে শিশুর পাতলা পায়খানা হলে করণীয় কি? এবং শিশুর পাতলা পায়খানা বন্ধ করার ঘরোয়া উপায়, শিশুর পাতলা পায়খানা হোমিও চিকিৎসা এবং শিশুর পাতলা পায়খানার ঔষধ। 
তাই আপনার সুবিধার্থে, আজকে আমরা আলোচনা করব শিশুর পাতলা পায়খানা হলে করণীয় কি? এবং আরো আলোচনা করব, শিশুর পাতলা পায়খানা বন্ধ করার ঘরোয়া উপায়, শিশুর পাতলা পায়খানা হোমিও চিকিৎসা এবং শিশুর পাতলা পায়খানার ঔষধ। তাই দেরি না করে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিন।

পোস্ট সূচিপত্র: শিশুর পাতলা পায়খানা হলে করণীয়

শিশুর পাতলা পায়খানা হলে করণীয়

যদি আপনার বাচ্চার পাতলা পায়খানা হয় তাহলে অবশ্যই আপনার কিছু করণীয় রয়েছে। যেগুলোর মাধ্যমে বাচ্চাকে দ্রুত সুস্থ করে তোলা সম্ভব। এছাড়া অবশ্যই আপনাকে জানতে হবে শিশুদের পাতলা পায়খানার ওষুধ কি। শিশুর পাতলা পায়খানা হলে করণীয় নিম্নরূপ:
  • কোনভাবেই যেন শিশুর পানি শূন্যতা দেখা না দেয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
  • যেসব শিশু মায়ের দুধ খায়, তাদেরকে অল্প অল্প করে দুধ খাওয়াতে হবে।
  • যে পরিমাণ স্যালাইন চিকিৎসাকে দিয়েছেন তা অল্প অল্প করে খাওয়াতে হবে। যদি খেতে না চায় তাহলে শিশুকে কয়েকবার চেষ্টা করে খাওয়াতে হবে।
  • যদি বাচ্চার ঠিক মতো প্রস্রাব না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
  • অসুস্থ হওয়ার প্রথম 72 ঘন্টা শিশুকে গোসল না করানো ভালো।

শিশুর পাতলা পায়খানা বন্ধ করার ঘরোয়া উপায়

বাচ্চার পাতলা পায়খানা হলে ঘরোয়া কিছু উপায় এর মাধ্যমে বাচ্চাকে সুস্থ করে তুলতে পারবেন। শিশুদের পাতলা পায়খানার ওষুধ অর্থাৎ এই ঘরোয়া উপায় গুলোর মাধ্যমে সহজে কম সময়ে বাচ্চাকে সুস্থ করে তুলতে পারবেন। শিশুর পাতলা পায়খানা বন্ধ করার ঘরোয়া উপায় নিম্নরূপ:
  • পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে বাচ্চাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায়। যার জন্য বাচ্চাদের পানি শূন্যতা দেখা দিতে পারে। সেজন্য শিশুটিকে নুন চিনির পানি বা ওআরএস খেতে দিন। এজন্য শিশুটিকে এক লিটার পানিতে এক চামচ লবণ এবং আট চামচ মধু মিশিয়ে সারাদিন অল্প অল্প করে খাওয়ান। এটিকে শিশুদের পাতলা পায়খানার ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। 
  • পাতলা পায়খানা প্রতিরোধে শিশুকে ভাতের ফ্যান খাওয়াতে পারেন। কারণ ভাতের ফ্যান একটি ইলেকট্রোলাইট সলিউশন হিসেবে কাজ করে। একটি সমীক্ষায় দেখা গেছে, এটি ওরাল ইলেকট্রোলাইট সলিউশন থেকে ভালো কাজ করে। 
  • শিশুর পাতলা পায়খানা হলে ডাবের জল খাওয়াতে পারেন। কারণ ডাবের জল গ্লুকোজ ইলেক্ট্রোলাইট হিসেবে কাজ করে। 
  • শিশুর পাতলা পায়খানায় কলা খাওয়ানো অনেক ভালো। কারণ এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন এ এর মত পুষ্টি গুনাগুন। যা দ্রুত ডায়রিয়া সাথে সহায়তা করে। 

শিশুর পাতলা পায়খানা হোমিও চিকিৎসা

আপনার শিশুর যদি পাতলা পায়খানা হওয়ার পর হোমিও চিকিৎসা করাতে চান। এই শিশুদের পাতলা পায়খানার ওষুধগুলো তাড়াতাড়ি সুস্থ হতে সহায়তা করে। শিশুর পাতলা পায়খানা হোমিও চিকিৎসাগুলো অনুসরন করতে পারেন।
  • ঠান্ডা লেগে পাতলা পায়খানা হয়ে থাকলে এবং সাথে শ্লেসা থাকলে - এখন নাইট এখন নাইট অ্যাকোনাইট 3X. 
  • তলপেট কামড়ানো, পেট ফাঁপা, কাঁপুনী মুখ ফ্যাকাসের লক্ষণে - পালসেটিলা 30. 
  • পাতলা পায়খানার সাথে বমি বমি ভাব থাকলে (দাঁত উঠার সময়) - ইপিকাক 6. 
  • অস্থির হওয়ার মত পেট ব্যথা থাকলে এবং রোগের কারণ নির্ণয় করতে ব্যর্থ হলে - ম্যাগনেসিয়া ফস 12X বিচূর্ণ (গরম পানির সাথে)
  • পেটের ব্যাথা সামনের দিকে বেঁকে পড়লে বা চাপ দিলে - কলোসিন্থ 6.

শিশুর পাতলা পায়খানার ঔষধ

শিশুর পাতলা পায়খানা হলে কিছু ওষুধ রয়েছে যেগুলো খাওয়ানোর মাধ্যমে আপনি শিশুকে সুস্থ করে তুলতে পারবেন। শিশুদের পাতলা পায়খানার ওষুধগুলো নিম্নরূপ: 
  • খাবার স্যালাইন: প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর শিশুকে নিয়ম অনুযায়ী খাবার স্যালাইন খাওয়াতে হবে। ভাতের মাড়, ডাবের পানি এবং চিড়া পানি খাওয়াতে পারবেন স্যালাইনের পরিবর্তে পানি শূন্যতা রোধ করতে। বমি বমি ভাব হলে অল্প অল্প করে খাওয়ান।
  • জিংক ট্যাবলেট: একটি সমীক্ষায় দেখা গেছে, শিশুর পাতলা পায়খানা এক চতুর্থাংশকে কমিয়ে আনতে পারে জিংক ট্যাবলেট। ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে শিশুকে ১০ থেকে ১৪ দিনের জন্য ২০ মিলিগ্রাম জিংক ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে পারেন।
  • প্যারাসিটামল: যদি শিশু পেটে অস্বস্তি বোধ করে তাহলে প্যারাসিটামল খাওয়াতে পারবেন। তবে ওষুধের নির্দেশিকা পড়ে বা ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিক বয়স অনুযায়ী ঔষধ খাওয়াতে হবে।
  • লেপেরামাইড জাতীয় ওষুধ: এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী জরুরী প্রয়োজনে শিশুকে লোপেরামাইড জাতীয় ওষুধ খাওয়াতে পারবেন। তবে এই ওষুধ 12 বছরের নিচে শিশুদের জন্য ক্ষতির কারণ হতে পারে।

শেষ কথা: শিশুর পাতলা পায়খানা হলে করণীয়

আমাদের আজকের পোস্ট শিশুর পাতলা পায়খানা হলে করণীয় পড়ে নিশ্চয়ই আপনি উপকৃত হয়েছেন। এই পোস্টটি পড়ার পর আপনি আরো জানতে পেরেছেন, শিশুর পাতলা পায়খানা বন্ধ করার ঘরোয়া উপায়, শিশুর পাতলা পায়খানা হোমিও চিকিৎসা, শিশুর পাতলা পায়খানার ঔষধ। আশা করছি আজকের পোস্টটি পড়ার পর শিশুদের পাতলা পায়খানার ওষুধ এবং করণীয়র মাধ্যমে খুবই দ্রুত থাকে সুস্থ করে তুলতে পারবেন।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া