organic2022.com https://www.organic2022.com/2022/07/blog-post_49.html

কিভাবে মাইক্রোসফট টিমসে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করবেন?

আপনি কি জানেন কিভাবে মাইক্রোসফট টিমসে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করবেন? মাইক্রোসফট টিমস হল মাইক্রোসফট 365 এর শক্তিশালী একটি অ্যাপ। এই অ্যাপটি ছাড়াই আপনি এর যেকোন কিছুর মধ্যে অ্যাক্সেস করতে পারবেন। মাইক্রোসফট টিমসের মাধ্যমে আপনি বিভিন্ন গ্রুপ অডিও কল, ভিডিও কল, ফাইল শেয়ারিং ইত্যাদি গ্রুপ ভিত্তিক কাজ করতে পারবেন। অফিসিয়াল কাজের জন্য এই অ্যাপটি অত্যন্ত কার্যকরী। এছাড়াও আপনি মাইক্রোসফট টিমসে থার্ড পার্টি উপযুক্ত করতে পারবেন।
কিন্তু আমরা অনেকেই জানিনা, কিভাবে মাইক্রোসফট টিমসে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করবেন? তাই আজকে আপনাদের সুবিধার্থে আলোচনা করব, কিভাবে মাইক্রোসফট টিমসে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করবেন? আপনি তিনটি উপায়ে মাইক্রোসফট টিমে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করতে পারবেন। আজকে আমরা তিনটি উপায় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেই কিভাবে মাইক্রোসফট টিমসে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করবেন?

পোস্ট সূচিপত্র: কিভাবে মাইক্রোসফট টিমসে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করবেন?

কিভাবে মাইক্রোসফট টিমসে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করবেন?

মাইক্রোসফট  টিমসে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করার তিনটি পদ্ধতি রয়েছে। যেমন: সাইডবার যেখানে অ্যাপগুলো উপলব্ধ হবে, ট্যাব যেখান থেকে অ্যাপগুলি দলের সাথে শেয়ার করা হবে, চ্যাট উইন্ডো যেখানে দলের প্রত্যেকের জন্য অ্যাপ উপলব্ধ থাকবে। 

তিনটি উপায়ে এই আলাদা আলাদা সেটিং প্রসেস রয়েছে। তবে যাই হোক আমরা এখানে সাইডবার এর মাধ্যমে থার্ড পার্টি যুক্ত করা শিখব। তারপর একে একে অন্যগুলোও দেখবো। 
  • বামদিকে সাইডবারে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। এবং আরোও অ্যাপস খুলুন। 
  • পরের পৃষ্ঠায় আপনাকে অনেকগুলো থার্ড পার্টি অ্যাপ এ নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনার পছন্দের অ্যাপটি খুঁজে নিন এবং অ্যাড বাটনে ক্লিক করুন।
  • তারপর আপনি এই অ্যাপটি সাইডবারে পেয়ে যাবেন। তারপর আপনার মাইক্রোসফট একাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। এরপর থেকে আপনি মাইক্রোসফ্ট টিমের অধীনে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আগেই বলেছিলাম, সাইডবারে থাকা অ্যাপগুলো আপনার কাছে উপলব্ধ হবে। এগুলো পুরো দলের সাথে শেয়ার করা হবে না। 
  •  তারপর ট্যাবে গিয়ে টিম উইন্ডোতে যান এবং প্লাস (+) বাটনে ক্লিক করুন। এখানে ওয়ার্ড, এক্সেলসহ আরো অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপ পাবেন। নিচের দিকে স্ক্রল করলে আরও বেশি দেখতে পাবেন।
  • আপনার পছন্দের অ্যাপটিতে ক্লিক করার মাধ্যমে মাইক্রোসফট টিমে যোগ করে নিন। ট্যাবের অধীনে থাকা অ্যাপগুলো টিমের সকলের সাথে শেয়ার করা হবে। তবে থার্ড পার্টি অ্যাপ এর ক্ষেত্রে প্রত্যেককে নিজস্ব একাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে।
  • ট্যাবের অধীনে থাকা অ্যাপগুলোর অন্য একটি বৈশিষ্ট্য হলো যদি কোন পরিষেবা উপলব্ধ না হয় তাহলে আপনি এটিকে ওয়েবসাইট হিসেবে যুক্ত করতে পারেন। শুধুমাত্র ওয়েবসাইট এ ক্লিক করুন এবং একটি ইউআরএল লিখুন। তারপর থেকে ওয়েবসাইটটি মাইক্রোসফ্ট টিমে উপলব্ধ হবে। 
  • এখন চ্যাট অ্যাপে এসেছে চ্যাট উইন্ডো খুলুন। তারপর নিচের দিকের থ্রি ডট মেনুতে ক্লিক করুন এবং আরো অ্যাপস খুলুন।
  • মাইক্রোসফট টিমে যেকোনো থার্ড পার্টি অ্যাপ যুক্ত করতে। শুধুমাত্র অ্যাপটি নির্বাচন করুন এবং অ্যাড বাটনে ক্লিক করুন।
এভাবেই আপনি মাইক্রোসফ্ট টিমে যেকোন থার্ড পার্টি অ্যাপ যুক্ত করতে পারবেন। তবে অবশ্যই নিয়ম গুলো সঠিকভাবে অনুসরণ করবেন।

শেষ কথা: কিভাবে মাইক্রোসফট টিমসে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করবেন?

আমাদের আজকের পোস্ট কিভাবে মাইক্রোসফট টিমসে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করবেন পড়ে নিশ্চয়ই আপনি উপকৃত হয়েছেন। আমাদের অনেক সময় ব্যবহারের সুবিধার্থে মাইক্রোসফ্ট টিমে তার পার্টি যুক্ত করতে হয়। এই অ্যাপগুলো আমাদের বিভিন্ন কাজে সহায়তা করে। আপনি তিনটি উপায়ে মাইক্রোসফট টিমে থার্ড পার্টি যুক্ত করতে পারবেন। এখানে আমরা তিনটি উপায়ে নিয়েই আলোচনা করেছি। তাই আশা করি পুরো পোস্টটি পড়ার পর আপনি মাইক্রোসফট টিমে থার্ড পার্টি যুক্ত করতে পারবেন। কিন্তু এজন্য আপনাকে নির্দেশনাগুলো সঠিকভাবে করে অনুসরণ করতে হবে। আপনি যদি মাইক্রোসফট টিমে থার্ড পার্টি অ্যাপ যুক্ত করার অন্য কোন পদ্ধতি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া