থাইরয়েড টিউমারের লক্ষণ - থাইরয়েড টিউমার অপারেশন
প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা আলোচনা করব থাইরয়েড টিউমারের লক্ষণ - থাইরয়েড টিউমার অপারেশন এ বিষয় নিয়ে। থাইরয়েড টিউমার এটি অনেক বড় রোগ। কিভাবে বুঝবেন যে আপনার থাইরয়েড টিউমার হয়েছে। তাই আজকের পোস্টে আমরা থাইরয়েড টিউমারের লক্ষণ ও থাইরয়েড টিউমার অপারেশন নিয়ে আলোচনা করব।
আপনি যদি থাইরয়েড টিউমারের লক্ষণ গুলো জানতে চান তাহলে পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। তো চলুন জেনে আসি থাইরয়েড টিউমারের লক্ষণ - থাইরয়েড টিউমার অপারেশন।
পেজ সূচিপত্রঃ থাইরয়েড টিউমারের লক্ষণ - থাইরয়েড টিউমার অপারেশন
- থাইরয়েড টিউমার কি
- থাইরয়েড টিউমারের লক্ষণ
- থাইরয়েড টিউমার হওয়ার কারণ
- থাইরয়েড টিউমার অপারেশন
- শেষ কথাঃ থাইরয়েড টিউমারের লক্ষণ - থাইরয়েড টিউমার অপারেশন
থাইরয়েড টিউমার কি
আমাদের গলার সামনের দিকের প্রজাপতি আকৃতির গ্রন্থি টির নাম থাইরয়েড। থাইরয়েড টিউমার হল ঘাড়ের একটি দীর্ঘস্থায়ী রোগ। মানুষের বৃদ্ধি শরীর বৃত্তীয় নানারকম কার্যক্রম এই থাইরয়েড ভূমিকা পালন করে। ২৫শে মে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হয় থাইরয়েড দিবস। থাইরয়েড একটি বিরল রোগ। থাইরয়েড সম্পর্কে মানুষের ব্যাপক জনসচেতনতা তৈরি করার প্রয়োজন।
আরো পড়ুনঃ ১৫ টি উপায়ে কিভাবে লম্বা হওয়া যায়
গলার সামনের অংশ ফুলে উঠা থাইরয়েড টিউমারের লক্ষণ। আমাদের অনেকেরই জানা নেই থাইরয়েড টিউমারের লক্ষণগুলো। তাই অনেকেই অসচেতনতার কারণে থাইরয়েড টিউমার থেকে থাইরয়েড ক্যান্সার হয়ে থাকে। তাই আজকের পোস্টে আমরা থাইরয়েড টিউমারের লক্ষণ - থাইরয়েড টিউমার অপারেশন নিয়ে আলোচনা করব।
থাইরয়েড টিউমারের লক্ষণ
আপনারা যারা এই পোস্টটি পড়ছেন তারা নিশ্চয়ই থাইরয়েড টিউমারের লক্ষণ জানতে চান। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকের এই পোস্টে আমরা থাইরয়েড টিউমারের লক্ষণ - থাইরয়েড টিউমার অপারেশন নিয়ে আলোচনা করব। এখন থাইরয়েড টিউমারের লক্ষণ গুলো নিচে দেওয়া হল। যে লক্ষণ গুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন আপনার থাইরয়েড টিউমার হয়েছে।
আরো পড়ুনঃ মসুর ডালের ১০ টি উপকারিতা
- থাইরয়েড টিউমারের লক্ষণ গুলো কিছু ভাগে বিভক্ত রয়েছে যা সৌম্য ও ম্যালিগন্যান্ট।
- সৌম্য থাইরয়েড টিউমার অতোটা গুরুতর নয়। টিউমার ছোট হলে কোন সুস্পষ্ট লক্ষণ থাকে না। তাই উচিত হবে যে টিউমারটি ছোট থাকতেই সময়মতো চিকিৎসা করে নেওয়া। যদি সময় মত চিকিৎসা না করা হয় তাহলে টিউমারটি দিনে দিনে বড় হতে থাকে। টিউমারটি বড় হলে রোগীর শ্বাসনালী, খাদ্যনালী এবং পুনরাবৃত্তি ষড়যন্ত্রের স্থানীয় সংকুচিত করে ফেলে। এবং স্নায় গুলো সংকুচিত হবার কারণে বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়।
- সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি সৌম্য থাইরয়েড টিউমার একটি ম্যালিগন্যান্ট টিউমারের রূপান্তরিত হার ১০% থেকে ২০% হয়ে থাকে। তাই উচিত হবে যে থাইরয়েড টিউমার বুঝার সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করা।
- থাইরয়েড গ্রন্থি ছোট হয় বড় টিউমার আকারে পার্শ্ববর্তী টিস্যুর ওপর চাপ প্রয়োগ করে। যার কারণে রোগী তার কণ্ঠের পরিবর্তন হতে শুরু করে। গলার আওয়াজ ভেসে যাই। এবং খেতে কষ্ট হয়।
- ক্লান্তি একটুতেই ক্লান্তি ক্লান্তি লাগে।
- বুক ধড় ফর
- শ্বাসকষ্টঃ শ্বাস নিতে কষ্ট হয়।
থাইরয়েড টিউমার হওয়ার কারণ
উপরে আমরা থাইরয়েড টিউমারের লক্ষণ গুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা জানবো থাইরয়েড টিউমার হওয়ার কারণগুলো। তো চলুন জেনে আসি থাইরয়েড টিউমার কেন হয়।
- আয়োডিন এর অভাব জনিত কারণে এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে
- জিনগত প্রবণতা
- বয়সের পরিবর্তন এর জন্য হরমোন ভারসাম্যহীনতা
- খাদ্য ফল-মূল সাথে ক্ষতিকারক অ্যাসিড ব্যবহৃত খাবার খেলে এ রোগ হওয়ার সম্ভাবনা থাকে
- বিষাক্ত পদার্থের শরীরের উপরে প্রভাব পড়লে এই রোগ হয়
থাইরয়েড টিউমার অপারেশন
উপরে আমরা থাইরয়েড টিউমারের লক্ষণ এবং এই রোগ হওয়ার কারণ গুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা থাইরয়েড টিউমার অপারেশন নিয়ে আলোচনা করব। আপনার যদি থাইরয়েড টিউমার ধরা পড়ে তাহলে অপারেশন আপনাকে এই রোগ থেকে রক্ষা করার একমাত্র উপায়। আপনার থাইরয়েড টিউমারটি যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনাকে অপারেশন এর পথ বেছে নিতে হবে।
আরো পড়ুনঃ আম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
অপারেশনের মাধ্যমে আপনার থাইরয়েড টিউমার একবারে মুছে ফেলা হবে। এবং বিভিন্ন ধরনের থেরাপি যেমন আয়োডিন দেওয়া হবে। থাইরয়েড অপারেশনের পর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি প্রয়োজন হয়।
শেষ কথাঃ থাইরয়েড টিউমারের লক্ষণ - থাইরয়েড টিউমার অপারেশন
উপরে থাইরয়েড টিউমারের লক্ষণ - থাইরয়েড টিউমার অপারেশন নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যদি এ বিষয়ে না জানেন তাহলে উপরের আলোচনা গুলো বিস্তারিত পড়ুন। তাহলে থাইরয়েড টিউমারের লক্ষণ জানতে পারবেন।
এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম পোস্ট আরও পড়তে নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ফলো করুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন